বিভিন্ন চাকুরীর পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নসমূহ
১) কবর কবিতার কবি কে?—জসীম উদ্দীন।
২) শেষের কবিতার রচয়িতা কে? – রবীন্দ্রনাথ ঠাকুর।
৩) হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা কে? – জহির রায়হান।
৪) বিষের বাঁশি কার রচনা? - কাজী নজরুল ইসলাম।
৫) পল্লী সমাজ কার রচনা? - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৬) “তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে” উক্তিটি কার? – কাজী নজরুল ইসলাম ( যৌবনের গান)
৭) আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে লেখা? - মাত্রাবৃত্ত।
৮) সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয় কোনটি? - চক্রবাক
৯) “ কাঁদো নদী কাঁদো” এটি কি? – উপন্যাস
১০) “বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত “ উক্তিটি কার? - রবীন্দ্রনাথ ঠাকুর ( হৈমন্তী)
১১) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? – নীলদর্পন
১২) “পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা? - সৈয়দ মুজতবা আলী।
১৩) কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি? – হুতোম পেঁচা।
১৪) ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৮০০ সালের ৪ মে।
১৫) “শ্রীকৃষ্ণকীর্তন “ কাব্য কে রচনা করেন? – বড়ু চন্ডীদাস।
১৬) কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? – পাল
১৭) কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? – ১২০১-১৩৫০ খ্রি.।
১৮) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? - চর্যাপদ।
১৯) বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? - ব্রাহ্মী লিপি থেকে।
২০) “ রোহিনী চরিত্রটি “ কোন উপন্যাসের? – কৃষ্ণকান্তের উইল।
২১) বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? – চর্যাপদ।
২২) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? – আলালের ঘরের দুলাল।
২৩) শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? - উপন্যাস।
২৪) ‘ স্বাধীনতা তুমি “ কবিতাটি কার লেখা? – শামসুর রাহমান।
২৫) ‘ যুগসন্ধিক্ষণের ‘ কবি বলা কয় কাকে? – ঈশ্বরচন্দ্রগুপ্তকে।
২৬) বাংলা সনেটের প্রথম রচয়িতা কে? – মাইকেল মধুসূদন দত্ত।
২৭) পল্লীকবি বলা হয় কাকে? – জসিম উদ্ দীনকে।
২৮) ‘ সুলতানার স্বপ্ন ‘ গ্রন্থের রচয়িতা কে? – বেগম রোকেয়া।
২৯) বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? – প্রাকৃত।
৩০) কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? – সেন আমলে।
৩১) মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধ” একটি – কাব্যগ্রন্থ।
৩২) চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৩৩) “ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে “” এই বিখ্যাত পঙক্তির রচয়িতা কে? – ভারতচন্দ্র।
৩৪) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? – চন্দ্রাবতী।
৩৫) ‘ শূণ্যপুরান “ গ্রন্থটির রচয়িতা কে? রামাই পন্ডিত।
৩৬) মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? – রোমান্টিক প্রণয়োপাখ্যান।
৩৭) কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? – শ্রীকান্ত।
৩৮) “ পায়ের আওয়াজ পাওয়া যায় “ নাটকটির রচয়িতা কে? – সৈয়দ শামসুল হক।
৩৯) “ কালের কলস” কাব্যগ্রন্থের রচয়িতা কে? - আল মাহমুদ।
৪০) রবীন্দ্রনাথ তাঁর কোন নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ করেন? – বসন্ত।
৪১) “ মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা “ কে লিখেছেন? - অতুল প্রসাদ সেন।
৪২) ‘ নদী ও নারী “ গ্রন্থটি কার লেখা? - হুমায়ুন কবির।
৪৩) বাংলা ভাষার প্রথম স্বার্থক উপন্যাস কোনটি? – দুর্গেশনন্দিনী।
৪৪) “ প্রভাতে চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীথ – চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? – কালীপ্রসন্ন ঘোষ।
৪৫) সনন্দ কার ছদ্মনাম? – নারায়ণ গঙ্গোপাধ্যায়।
৪৬) বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? – ১৮২৯ সালে।
৪৭) ‘ কাশিমের লড়াই' গ্রন্থটির রচয়িতা – আলাওল।
৪৮) নকশী কাঁথার মাঠ এর রচয়িতা কে? – জসীম উদ্ দীন।
৪৯) বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে? – কাজী নজরুল ইসলাম।
- ৫০) বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশনন্দিনী।
সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০ টি সাধারণ জ্ঞান বিভিন্ন পরিক্ষায় আসা