বিভিন্ন চাকুরীর পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নসমূহ

বিভিন্ন চাকুরীর পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নসমূহ

 ১) কবর কবিতার কবি কে?—জসীম উদ্দীন।
২) শেষের কবিতার রচয়িতা কে? – রবীন্দ্রনাথ ঠাকুর।
৩) হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা কে? – জহির রায়হান।
৪) বিষের বাঁশি কার রচনা? - কাজী নজরুল ইসলাম।
৫) পল্লী সমাজ কার রচনা? - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৬) “তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে” উক্তিটি কার? – কাজী নজরুল ইসলাম ( যৌবনের গান)
৭) আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে লেখা? - মাত্রাবৃত্ত।
৮) সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয় কোনটি? - চক্রবাক
৯) “ কাঁদো নদী কাঁদো” এটি কি? – উপন্যাস
১০) “বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত “ উক্তিটি কার? - রবীন্দ্রনাথ ঠাকুর ( হৈমন্তী)
১১) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? – নীলদর্পন
১২) “পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা? - সৈয়দ মুজতবা আলী।
১৩) কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি? – হুতোম পেঁচা।
১৪) ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৮০০ সালের ৪ মে।
১৫) “শ্রীকৃষ্ণকীর্তন “ কাব্য কে রচনা করেন? – বড়ু চন্ডীদাস।
১৬) কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? – পাল
১৭) কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? – ১২০১-১৩৫০ খ্রি.।
১৮) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? - চর্যাপদ।
১৯) বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? - ব্রাহ্মী লিপি থেকে।
২০) “ রোহিনী চরিত্রটি “ কোন উপন্যাসের? – কৃষ্ণকান্তের উইল।
২১) বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? – চর্যাপদ।
২২) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? – আলালের ঘরের দুলাল।
২৩) শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? - উপন্যাস।
২৪) ‘ স্বাধীনতা তুমি “ কবিতাটি কার লেখা? – শামসুর রাহমান।
২৫) ‘ যুগসন্ধিক্ষণের ‘ কবি বলা কয় কাকে? – ঈশ্বরচন্দ্রগুপ্তকে।
২৬) বাংলা সনেটের প্রথম রচয়িতা কে? – মাইকেল মধুসূদন দত্ত।
২৭) পল্লীকবি বলা হয় কাকে? – জসিম উদ্ দীনকে।
২৮) ‘ সুলতানার স্বপ্ন ‘ গ্রন্থের রচয়িতা কে? – বেগম রোকেয়া।
২৯) বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? – প্রাকৃত।
৩০) কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? – সেন আমলে।
৩১) মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধ” একটি – কাব্যগ্রন্থ।
৩২) চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৩৩) “ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে “” এই বিখ্যাত পঙক্তির রচয়িতা কে? – ভারতচন্দ্র।
৩৪) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? – চন্দ্রাবতী।
৩৫) ‘ শূণ্যপুরান “ গ্রন্থটির রচয়িতা কে? রামাই পন্ডিত।
৩৬) মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? – রোমান্টিক প্রণয়োপাখ্যান।
৩৭) কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? – শ্রীকান্ত।
৩৮) “ পায়ের আওয়াজ পাওয়া যায় “ নাটকটির রচয়িতা কে? – সৈয়দ শামসুল হক।
৩৯) “ কালের কলস” কাব্যগ্রন্থের রচয়িতা কে? - আল মাহমুদ।
৪০) রবীন্দ্রনাথ তাঁর কোন নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ করেন? – বসন্ত।
৪১) “ মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা “ কে লিখেছেন? - অতুল প্রসাদ সেন।
৪২) ‘ নদী ও নারী “ গ্রন্থটি কার লেখা? - হুমায়ুন কবির।
৪৩) বাংলা ভাষার প্রথম স্বার্থক উপন্যাস কোনটি? – দুর্গেশনন্দিনী।
৪৪) “ প্রভাতে চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীথ – চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? – কালীপ্রসন্ন ঘোষ।
৪৫) সনন্দ কার ছদ্মনাম? – নারায়ণ গঙ্গোপাধ্যায়।
৪৬) বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? – ১৮২৯ সালে।
৪৭) ‘ কাশিমের লড়াই' গ্রন্থটির রচয়িতা – আলাওল।
৪৮) নকশী কাঁথার মাঠ এর রচয়িতা কে? – জসীম উদ্ দীন।
৪৯) বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে? – কাজী নজরুল ইসলাম।

  • ৫০) বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশনন্দিনী।


সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০ টি সাধারণ জ্ঞান বিভিন্ন পরিক্ষায় আসা

আরও ব্লগ নতুন ব্লগ
কোন কমেন্ট করা হয়নি
কমেন্ট করুন
comment url

আরও পড়ুন...