হেলেনিস্টিক সভ্যতা কাকে বলে
হেলেনিস্টিক সভ্যতা কাকে বলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনার্স তৃতীয় বর্ষের আফ্রিকার ইতিহাস কোর্সের। যেকোনো ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটিতে বারবার আসে দেখা যায়। তাই এই প্রশ্নটির গুরুত্ব রয়েছে অপরিসীম। এটি খ বিভাগের একটি প্রশ্ন।
হেলেনিস্টিক সভ্যতা কাকে বলে
ভূমিকা: প্রাচীন সভ্যতার মধ্যে দুটি অন্যতম সভ্যতা হচ্ছে হেলেনিক সভ্যতা ও হেলাস্টিক সভ্যতা। গ্রিক সভ্যতার নির্দেশন হিসেবে এ দুটি সভ্যতা পরিচিত। দুটি ভিন্ন নাম বিশিষ্ট হলেও এ দুটি সভ্যতার মূল ভিত্তি রচিত হয় গ্রিক সভ্যতা থেকে। এ দুটি পার্থক্য শুরু অঞ্চলের ক্ষেত্রে। এরমধ্যে যে সভ্যতার তুলনামূলক বিশাল অঞ্চল নিয়ে গড়ে উঠেছে তা হল হেলোনিস্টিক সভ্যতা। তার এ সভ্যতা বেশিদিন স্থায়ী হয়নি। ম্যেডিডনের দ্বারা গ্রীস দখলের পরবর্তী সময়ে এ সভ্যতার অবসান লক্ষ্য করা যায়। google news
হেলেনিস্টিক সভ্যতা: প্রাচীন গ্রীস কে কেন্দ্র করে হেলেনীয় সভ্যতার পাশাপাশি আরেকটি সভ্যতা গড়ে উঠেছিল যার নাম হেলেনিস্টিক সভ্যতা। প্রাচীন গ্রিসের উত্তরাঞ্চলের একটি রাজ্য হচ্ছে মেসিডোনিয়া যার অধিপতি ছিলেন আলেকজান্ডার দা গ্রেট ।আলেকজান্ডার দ্য গ্রেট এক পর্যায়ে গ্রিক সভ্যতার উপর অধিপত্য প্রতিষ্ঠা করেন। এ সময় মিশর ও আলেকজান্ডারের অধীনে আসে। এ সময় তিনি মিশরের একটি নগর সভ্যতা গড়ে তোলেন। যার নাম দেওয়া হয় আলেকজান্দ্রিয়া । তিনি এ নগর সভ্যতার সাথে পাশ্চাত্য নগর সভ্যতার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ।তার প্রচেষ্টায় হেলেনিক সভ্যতার সাথে প্রাচ্য সভ্যতার মিলনে একটি আধুনিক সভ্যতার জন্ম হয়। যা হেলেনিস্টিকহিসেবে পরিচিত। অন্ডকোষ ছোট বড় হলে করনীয়
হেলেনিস্টিক সভ্যতার বৈশিষ্ট:
আলেকজান্ডার দ্য গ্রেট এর প্রচেষ্টায় প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার মিশ্রণে গড়ে উঠে হেলেনস্টিক সভ্যতা। এ সভ্যতা ছিল হেলেনিক সভ্যতা থেকেও উন্নত নগর সভ্যতা ।এ সভ্যতার শুরু মিশরেরই ছিল না এর বিস্তার ছিল গ্রীক ,মেসিডোনিয়া ,মিশর এশিয়ার মাইনর ,অঞ্চল ব্যাপী। খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে এ সভ্যতার যাত্রা শুরু হয়। এবং খ্রিস্টপূর্ব ৩১ অব্দে এ সভ্যতার বিলোপ ঘটে। এটি ছিল উন্নত নগর সভ্যতা। নগর সভ্যতার সকল কাঠামো এখানে বিদ্যমান ছিল। যোগাযোগ ব্যবস্থা ,শাসন কাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ,নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি স্থানে গড়ে ওঠে ।হেলোনেস্টিক যুগে আলেকজান্ডারিয়া ছিল জ্ঞান-বিজ্ঞান চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এছাড়াও এর সভ্যতার সাথে বিশ্বের অন্যান্য দেশ ও সভ্যতার যোগাযোগ স্থাপিত হয় এবং বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। এটি নগর সভ্যতা হলেও এর কৃষি ও চাষাবাদ ব্যবস্থা অন্যান্য সভ্যতার তুলনায় অনেক উন্নত ছিল। শেচ ব্যবস্থা ছিল অনেক উন্নত। হেলেন ইস্টিক সভ্যতা জ্ঞান-বিজ্ঞান সাহিত্য ও শিল্পকলা চর্চায় অনেক উন্নত ছিল ।বিশ্বের বিভিন্ন স্থানের পন্ডিত ব্যক্তিদের আগমন ছিল আলেকজান্দ্রিয়া বিভিন্ন দেশের ছাত্ররাও জ্ঞান অর্জনের জন্য এই স্থানে আগমন করে। স্থাপত্য শিল্পী ও হেলানিস্টিক সভ্যতা ছিল অনেক উন্নত। দৈনিক পুষ্টিকর খাবারের তালিকা ও গুরুত্ব
উপসংহার: সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে,হেলেনেস্টিক সভ্যতা আলেকজান্ডার দ্য গ্রেট এর গড়ে ওঠা একটি উন্নত নগর সভ্যতার নিদর্শন ।যা গ্রিসের হেলেনীয় সভ্যতা থেকেও অনেকটা উন্নত ছিল। এটি ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার একটি প্রাণকেন্দ্র। পাশাপাশি বাণিজ্যিক কেন্দ্রিক হিসেবে আলেকজান্ডারিয়া জনপ্রিয় ছিল খ্রিস্টপূর্ব ৩১অব্দে এ নগর সভ্যতার অবসান ঘটে।